Barak UpdatesBreaking News
নিয়ম রক্ষায় হাইলাকান্দিতে পঞ্চায়েতের পুনর্ভোট
১৫ ডিসেম্বরঃ এ যেন নিয়মরক্ষার ম্যাচ। হাইলাকান্দি জেলার ঘাড়মুড়া-জামিরা জেলা পরিষদ আসনের শ্যামপুর এমই ইনস্টিটিউট ভোটকেন্দ্রে আজ পুনর্ভোট হয়। ১৩ ডিসেম্বর এই জেলা পরিষদ আসনের ষষ্ঠ রাউন্ডের গণনার সময় দারিয়ারঘাট কারিছড়া পঞ্চায়েতের ভোটবাক্সে বেশ কিছু ব্যালটপেপার একসঙ্গে ভাজ করা। সবকটিতে এআইইউডিএফ-কে ভোট দেওয়া। বিজেপির আপত্তিতে গণনা স্থগিত রেখে শ্যামপুর ইনস্টিটিউট ভোটেকেন্দ্রে পুনর্ভোটের নির্দেশ দেওয়া হয়। তখন বিজেপি প্রার্থী জীবন্ত রিয়াঙের চেয়ে এআইইউডিএফের সালে আহমদ মজুমদার ২ হাজার ৪০৭ ভোটে এগিয়ে। ওই ভোট কেটে জীবন্তের পক্ষে যে জয়ের মুখ দেখা সম্ভব নয়, তা সকলের কাছেই স্পষ্ট ছিল। কিন্তু নিয়মনীতি বলে কথা! তাই আজ পুনর্ভোট অনুষ্ঠিত হয়। শান্তিতেই ভোটপর্ব সম্পন্ন হয়। গণনার পর দেখা যায়, ব্যবধান অনেকটাই বাড়িয়েছেন সালে আহমদ। শেষপর্যন্ত সালে আহমদ জেতেন ৩ হাজার ৬২১ ভোটে। এই আসনে তালা-চাবিতে মোট ভোট পড়ে ১৩ হাজার ৩৫৪। রিয়াং পান ৯ হাজার ৭৩৩ ভোট।
একই সঙ্গে স্থগিত ছিল দারিয়ারঘাট কারিছড়া পঞ্চায়েতের ফলপ্রকাশও। নির্দল প্রার্থী হাজিরা বেগম তাপাদার নতুন জিপি সভাপতি হয়েছেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হলেন তৈবুর রহমান লস্কর।
এই আসনের ফলাফল সরকারিভাবে ঘোষণার পর হাইলাকান্দিতে জেলা পরিষদ গঠন নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। সর্বশেষ অবস্থানঃ এআইইউডিএফ ৬, বিজেপি ৪, অগপ ১। রাহুল রায়ের নেতৃত্বাধীন কংগ্রেস এ বার খালি হাতে ফিরতে বাধ্য হয়েছে।
English text here