Barak UpdatesHappeningsBreaking News
নিলামবাজার স্বাভাবিক, ১৬৩ ধারা জারি

ওয়েটুবরাক, ৮ এপ্রিল: ওয়াকফ আইন সংশোধনীর বিরুদ্ধে দুদিন উত্তেজনাকর পরিস্থিতির পরে মঙ্গলবার নিলামবাজার স্বাভাবিক রূপ নেয়। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারায় ওই এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর অন্যতম হচ্ছে, ৫ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ।
ওয়াকফ আইনে সংশোধনীর বিরুদ্ধে নিলামবাজারে মিছিল বেরিয়ে আচমকাই জাতীয় সড়ক অবরোধ করে বসলে রবিবার উত্তেজনা দেখা দেয়। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে উত্তেজনা ছড়ায়। ঠেলাধাক্কা হয়। পরে মিছিলের আহ্বায়কদের থানায় ডেকে পাঠালে আরও মানুষ রাস্তায় নেমে পড়েন। পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। আহ্বায়কদেরও কয়েক ঘণ্টা থানায় বসিয়ে রাখা হয়। পরে রাতেই অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।