Barak UpdatesHappeningsBreaking News
নিলামবাজার গণধর্ষণ, শিলচরেও প্রতিবাদ, বিক্ষোভ
১৭ নভেম্বর: নিলামবাজারের গণধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে সোমবার শিলচরে সোচ্চার হল এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস কাছাড় জেলা কমিটি । সংগঠনগুলির কর্মীরা বেলা ১২ টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে ধর্ষণের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন এআইডিএসও’র জেলা কমিটির সদস্য পল্লব ভট্টাচার্য।
বক্তব্যে ক্ষোভ ব্যক্ত করে বলা হয়, ত্রিপুরা রাজ্যের জনজাতি মেয়েদের নিলামবাজারের গণধর্ষণ করে দুষ্কৃতীরা। এই ঘটনা প্রমাণ করছে, নারীরা আসামে চূড়ান্ত নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছে। রাজ্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করার ফলে রাজ্যে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে ।সংগঠনগুলির পক্ষ থেকে নিলামবাজারের গণধর্ষণের ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানানো হয়৷