Barak UpdatesHappeningsBreaking News

নির্বাচনী ফলাফল নিয়ে শিলচর জেলা কংগ্রেসে উচ্ছ্বাস নেই, পর্যালোচনাও নেই!

ওয়েটুবরাক, ৪ জুলাই: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দেড় মাস পরও কাছাড় জেলায় কংগ্রেস উঠে দাঁড়াতে পারছে না৷ অসমের অন্য জেলার মত স্থবিরতা এখানেও৷ অথচ এ বার কংগ্রেস কাছাড়ে মোটেও খারাপ ফল করেনি৷ আগের বার দখলে ছিল একটিমাত্র আসন লক্ষ্মীপুর৷ এ বার বড়খলা ও কাটিগড়া আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে৷ কিন্তু এ নিয়ে দলের জেলা নেতৃত্বের কোনও উচ্ছ্বাস নেই৷ একই ভাবে নিজেদের দখলে থাকা লক্ষীপুর আসনে কী করে পদ্মফুল ফুটে গেল, সে বিষয়েও কোনও চর্চা নেই৷ শিলচর সহ অন্য আসনগুলিতে হার নিয়ে এ পর্যন্ত দলীয় স্তরে কোনও পর্যালোচনা হয়নি৷ এমনকী দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যারা প্রার্থী হয়েছেন, তাঁদের ব্যাপারেও শৃঙ্খলা বিষয়ক কমিটির কাছে কোনও সুপারিশ করা হয়নি৷ আর করারও কোনও লক্ষণ নেই৷

জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে বললেন, “ঝড়ের পর দাঁড়াতে তো একটু সময় লাগে!” দুই কংগ্রেস বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও খলিলুদ্দিন মজুমদারের বক্তব্য, “করোনার দরুন সভা-সমিতির সুযোগ মিলছে না৷ আমরা অতিমারি মোকাবিলা নিয়েই ব্যস্ত৷” তাঁরা কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন৷ বললেন, সরকার মানুষের কাছে টিকা পৌঁছাতে পারছে না৷ দিনের পর দিন উদ্বিগ্ন জনতা টিকার জন্য ঘুরে বেড়াচ্ছেন৷ শীঘ্র সকলের জন্য টিকার ব্যবস্থা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জেলা কংগ্রেসের নেতারাও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker