Barak UpdatesHappeningsBreaking News
নিজের ব্যর্থতা ঢাকতে অসমের শ্রমিকদের বাংলাদেশি তকমায় হয়রানি করছেন বীরেন সিংহ, অভিযোগ

ওয়েটুবরাক, ৬ ডিসেম্বর: অসমের বাংলাভাষী শ্রমিকদের ‘বাংলাদেশি’ তকমা সেঁটে পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করল অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমনি। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, মণিপুরের গোষ্ঠী সংঘর্ষে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের ইচ্ছাকৃত উদাসীনতায় ব্যর্থতার জন্য সেই রাজ্যের মেহনতি মানুষ লুণ্ঠিত হয়েছেন। আক্রমণের শিকার হয়েছেন শিশু ও মহিলা। মানবতার বধ্যভূমি মণিপুরের জাতিদাঙ্গা নিয়ন্ত্রণে আনতে রাজনৈতিক সদিচ্ছার অভাবের পরিচয় দিয়েছে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার। তাদের এই ব্যর্থতাকে ঢাকতে সাম্প্রদায়িক জিগির তুলে শ্রমজীবীদেরই আক্রমণের লক্ষ্য করে নিয়েছে বিজেপি সরকার।
অন্যদিকে নাগরিকত্ব প্রশ্নে চূড়ান্ত অগণতান্ত্রিক ছলচাতুরির আশ্রয় নিয়েছে অসমের বিজেপি সরকার। এনআরসি প্রক্রিয়া সম্পূর্ণ না করে ১৯ লাখ লোকের ট্রাইব্যুনাল প্রক্রিয়া বন্ধ করে দিয়ে এনআরসি তালিকায় নাম ওঠানোর সুযোগ ছিনিয়ে নিয়েছে। এনআরসিতে যাদের নাম উঠেছে, তাদেরকেও জাতীয় পরিচয়পত্র দিচ্ছে না।
তাঁরা বলেন, বেকারত্ব বৃদ্ধি, পারিবারিক আয় কমে যাওয়া, ভোগ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির মাধ্যমে সার্বিক অর্থনৈতিক বিপর্যয়ের ফলে সাধারণ খেটে খাওয়া জনগণের নাভিশ্বাস উঠছে। নিজের ভিটেবাড়ি ছেড়ে সস্তা মজুরিতে দক্ষ শ্রমিকের কাজের সন্ধানে দলে দলে বেরিয়ে পড়ছেন পরিযায়ী শ্রমিকরা। বরাক উপত্যকার অসংখ্য শ্রমিক পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পরিকাঠামোর নির্মাণ শ্রমিক হিসেবে ও অন্যান্য কাজে দলে দলে পাড়ি দেন। কঠোর শ্রম করে কোনোমতে বেঁচে থাকার সংগ্রামে যুক্ত এই শ্রমিকদের সমস্ত সাংবিধানিক ও মানবিক অধিকার কেড়ে নিতে ধর্মীয় উন্মাদনাকে হাতিয়ার করেছে শাসক দল। কিছুদিন আগে উজনি অসমে এরকম তাণ্ডব করেছে শাসকের আশ্রয়ে ও প্রশ্রয়ে জাতীয়তাবাদের সাম্প্রদায়িক ঠিকাদার গুণ্ডাবাহিনী। মণিপুরে খোদ সরকার তার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে। বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার ২৫ জন শ্রমিককে বিনাদোষে হয়রানি ও গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ।
গরিব মেহনতি কৃষক-শ্রমিকের অধিকার কেড়ে নেওয়ার সরকারি আয়োজনে ধর্মের ও দমনের হাতিয়ার ব্যবহারের এমন নির্লজ্জ উদাহরণ মানব সভ্যতার জন্য হুমকিস্বরূপ, মন্তব্য উভয় সংগঠনের।
তাঁদের কথায়, এনআরসিতে যাদের নাম উঠেছে তাদের নাগরিক পরিচয়পত্র না দিয়ে পরিযায়ী শ্রমিকদের আক্রমণের সুযোগ করে দিয়েছে অসম সরকার। আর মণিপুরের বিজেপি সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে ও সম্পদশালীদের স্বার্থ রক্ষায় পরিযায়ী শ্রমিকদের হয়রানি ও অত্যাচার করে চলেছে ক্রমাগত।
অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমনি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা প্রদান, তাদের সাংবিধানিক ও আইনি অধিকার সাব্যস্ত করা, তাদের সব ধরনের সুযোগসুবিধা প্রদান এবং নাগরিক পরিচয়পত্র প্রদানের দাবি জানায়।