Barak UpdatesHappenings
নারী অধিকার নিয়ে এএল চৌধুরী কলেজে এসিটিএ-র কর্মসূচি
ওয়ে টু বরাক, ২৪ মার্চ : আসাম কলেজ শিক্ষক সংস্থার করিমগঞ্জ হাইলাকান্দি জোনের উদ্যোগে নারী অধিকার তথা শিক্ষার সচেতনতার ওপর বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আসাম কলেজ শিক্ষক সংস্থার করিমগঞ্জ হাইলাকান্দি জোনের পক্ষ থেকে হাইলাকান্দির এ এল চৌধুরী কলেজে মঙ্গলবার ছিল এই কর্মসূচি। জোনের উপ-সভাপতি ড. বাহার উদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সংস্থার করিমগঞ্জ-হাইলাকান্দি জোনের সম্পাদক ডঃ সুজিত তিওয়ারি, এ এল চৌধুরী কলেজের অধ্যক্ষ ড: বুধিসত্ত্ব কর, অসম কলেজ শিক্ষক সংস্থার মহিলা কোষের সহ-সম্পাদিকা ড: মেমচাতন সিনহা। আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসএস কলেজ হাইলাকান্দির অধ্যাপিকা মমতাজ বেগম বড়ভূইয়া ও শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী তানিয়া লস্কর।
প্রদীপ প্রজ্জ্বলন এবং এ এল চৌধুরী কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বোধিসত্ত্ব কর। এএল চৌধুরী কলেজে এই কার্যক্রম আয়োজন করায় সংস্থার করিমগঞ্জ-হাইলাকান্দি জোনকে ধন্যবাদ জানান তিনি। এই অঞ্চলে মহিলাদের অধিকার এবং শিক্ষা সম্পর্কে সচেতনতা জাগরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে এসিটিএ-র করিমগঞ্জ হাইলাকান্দি জোনের সম্পাদক ড. সুজিত তিওয়ারি সমাজে মহিলাদের অধিকার এবং সম্মানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, ভারতবর্ষের সংস্কৃতি এবং মহান ইতিহাসে সর্বদাই মহিলাদের যথাযোগ্য মর্যাদা এবং অধিকার প্রদান করা হয়েছে। রানি লক্ষ্মীবাঈ, রানি চেন্নমা, রানি দুর্গাবতী ও রাজিয়া সুলতানাদের উল্লেখ করে তিনি বলেন, ভারত বর্ষ সর্বদাই নারীদের মর্যাদা প্রদান করে এসেছে। কিন্তু আধুনিক সমাজে তার ব্যতিক্রম ঘটেছে। এর জন্য প্রয়োজন মেয়েদের শিক্ষা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার অঙ্গণ উন্মুক্ত করতে হবে।
প্রতি বছর নির্দিষ্ট থিমের ভিত্তিতে নারী দিবস উদযাপিত হয়। সেই মতো এবছরও নারী দিবস উদযাপনের জন্য একটি থিম বেছে নেওয়া হয়েছে। ২০২৩ সালের থিম হল – ‘DigitALL Innovation and technology for gender equality’। এসিটিএ করিমগঞ্জ হাইলাকান্দি জোনের উপসভাপতি ড. বাহার উদ্দিন লস্কর নারীদের বিভিন্ন অধিকার নিয়ে বক্তব্য রাখেন। এ বিষয়ের উপর বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সংস্থার জোনের সহ-সম্পাদিকা ডঃ মেমসাতন সিনহা। মহিলাদের শিক্ষা এবং সমাজে তাদের অবস্থানের উন্নতির উপর বিশেষ বক্তব্য রাখেন এসএস কলেজ হাইলাকান্দির বাংলা বিভাগের অধ্যাপিকা ড. মমতাজ বেগম বড়ভূঁইয়া। আইনের দিক থেকে নারী তথা মহিলাদের বিভিন্ন অধিকারের দিকগুলি বিশদভাবে আলোচনা করেন শিলচর বার অ্যাসোসিয়েশনের অধিবক্তা তানিয়া লস্কর।
উল্লেখ্য, করিমগঞ্জ-হাইলাকান্দি জোনের অন্তর্ভুক্ত ১১টি কলেজের মহিলা সেলের প্রধানরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। এছাড়াও আলগাপুর এলাকার বিভিন্ন স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুল তথা কলেজ থেকে ছাত্রছাত্রীরা অনেক সংখ্যায় এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সংস্থার উপ সভাপতি তথা এএল চৌধুরী কলেজের অধ্যাপক শামীম আহমেদ বড়ভূঁইয়া ।