Barak UpdatesHappeningsBreaking News
নারদ জয়ন্তী উপলক্ষে প্রবীণ সাংবাদিকদের সম্মাননা
ওয়েটুবরাক, ১৪ জুন : নারদ জয়ন্তী উপলক্ষে বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণ আসাম প্রান্তের উদ্যোগে বুধবার শিলচরে আয়োজিত হল বরিষ্ঠ সাংবাদিক সম্মাননা। এদিন বিকাল ৩টায় শিলচর কল্যাণ আশ্রমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত মাতা ও দেবর্ষি নারদের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এতে মুখ্য বক্তার ভাষণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অসম ক্ষেত্র প্রচার প্রমুখ সুনীল মহান্তি বলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম সাংবাদিক নারদ মুনি। যে সময় কোনও টেকনোলজির কোনো ছায়া ছিল না সেসময় নারদ মুনি স্বর্গ মর্ত ও পাতাল ত্রিভুবনে সঠিক সময়ে সঠিক সংবাদ পৌঁছে দেওয়ার কাজ করে গেছেন বলে ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করা হয়। সংবাদকে কীভাবে সঠিকভাবে উপস্থাপন করতে হয়, তা নারদ মুনির কর্মকাণ্ডে প্রকাশ পায়। সংবাদ হলো কোনো কিছু সম্পর্কে ভালো করে জেনে সঠিকভাবে উপস্থাপন। কোনো রহস্য সাংবাদিকদের কাছে চেপে রাখা যায় না। রহস্য উদঘাটন প্রকৃত সাংবাদিকদের কাছে সহজাত প্রক্রিয়া। সে জন্য সাংবাদিকদের সংবাদের গভীরে যাওয়ার প্রয়োজন হয়। সংবাদ পরিবেশনের মূল মন্ত্র হওয়া উচিত দেশ ও সমাজের কল্যাণ। কোনো পরিস্থিতির ফাঁদে পড়ে সাংবাদিকদের প্রভাবিত না হয়ে সত্যকে অবলম্বন করে এগিয়ে যাওয়া উচিত। যে কোনো সংবাদকে মশলা লাগিয়ে পরিবেশন করা কখনও ঠিক নয়। তাঁর কথায়, নারদ মুনিকে অনুসরণ করলে বোঝা যাবে সংবাদ পরিবেশনে সবসময় রাষ্ট্রীয় হিতের কথা চিন্তা করতে হবে। রাষ্ট্র ও সমাজের কোনো অমঙ্গল যাহাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সত্য সংবাদ পরিবেশনের পাশাপাশি খেয়াল রাখতে হবে সত্য যেন কঠোর না হয়। যাতে ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ বিঘ্নিত না হয়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। রাষ্ট্র ও সমাজের মঙ্গলেই সংবাদ পরিবেশনের আহ্বান জানান মুখ্য বক্তা মহান্তি। অনুষ্ঠানের শেষ পর্বে বরাক উপত্যকার দুই প্রতিথযশা বরিষ্ঠ সাংবাদিক পরেশ দত্ত ও নীতীশ ভট্টাচার্যকে সম্মাননা প্রদান করা হয়। বার্ধ্যজনিত কারণে উভয়েই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। বরিষ্ঠ সাংবাদিক পরেশ দত্তের পক্ষে সম্মাননা গ্রহণ করেন উনার পুত্রবধূ কেয়া দত্ত ও বরিষ্ঠ সাংবাদিক নীতিশ ভট্টাচার্যের পক্ষে সম্মাননা গ্রহণ করেন হাইলাকান্দি জেলার সাংবাদিক রাহুল চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, প্রান্ত প্রচার প্রমুখ ডঃ অভিজিৎ নাথ সংঘের বিভিন্ন স্তর ও ভ্রাতৃ সংগঠনের কার্যকর্তা, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রান্ত প্রচার টোলীর সদস্য মনোজ ঘোষ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রান্ত কুটুম্ব প্রবোধন প্রমুখ অসিত চক্রবর্তী।