Barak UpdatesIndia & World UpdatesBreaking News
সদ্য প্রকাশিত এনআরসি বাতিলই, দাবি পরিমল শুক্লবৈদ্যরRecently published final NRC is null & void, asserts Parimal Suklabaidya
২৪ নভেম্বরঃ প্রকাশের আগেই বাতিল, এ কথা বলা যায় না। কারণ ৩১ আগস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। আবার তা বলা দোষেরও নয়। কারণ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তৈরি এনআরসি গ্রহণ করে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি আরজিআই। এর আগেই বিজেপি জানিয়ে দিয়েছে, এই এনআরসি আমরা মানি না। আগে শুধুই দলীয় বিবৃতি প্রকাশ হচ্ছিল। গত সপ্তাহে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানিয়ে দিয়েছেন, অসম সহ সারা দেশে একযোগে এনআরসি হবে। তাঁর এই বক্তব্যের পরও বরাকবাসীর মনে সংশয় ছিল। সুপ্রিম কোর্টের নজরদারি ও নির্দেশে তৈরি এনআরসি-কে সরকার বাদ দিতে পারবে।
রবিবার সন্ধ্যার বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের বন, পরিবেশ, মীন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়ে দিয়েছেন, সংশয়ের কোনও কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েই দিয়েছেন, অসমেও নতুন করে এনআরসি হবে। তিনি এই বাতিলের পক্ষে যুক্তি দেখান, প্রকাশিত এনআরসি-তে ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছে। তাদের অনেকের নাম আসা উচিত ছিল। তাই নতুন করেই প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু ওই এনআরসি আদৌ বাতিল করা সম্ভব, সে প্রশ্নের ধারেকাছেই যাননি মন্ত্রী শুক্লবৈদ্যে। পরে তাঁকে সমর্থন করেই শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় বলেন, নতুন করে এনআরসি হবে। তবে এর আগেই নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) আসবে। ফলে নাগরিকত্বের সমস্যা মিটতে চলেছে।