CultureBreaking News
নাটকের সিম্ফোসিয়ামে ইতালি যাচ্ছেন ভাবীকালের শান্তনু
১৯ নভেম্বর : আন্তর্জাতিক মানের সিম্ফোসিয়াম ও এক সাংস্কৃতিক ভাব বিনিময় কর্মসূচিতে অংশ নিতে ইতালি যাচ্ছেন শিলচরের বিশিষ্ট অভিনেতা তথা নাট্যকার শান্তনু পাল। তাঁকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইতালির আন্তর্জাতিক আর্টিস্টিক সেন্টার স্পাজিও সিমে। আগামী ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইতালিতে এই সিম্ফোসিয়াম অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে শান্তনু শিলচর থেকে রওনা দিচ্ছেন ২৩ নভেম্বর। ভারত থেকে যে ৮ জন নাট্যব্যক্তিত্ব ইতালি যাচ্ছেন শান্তনু তাদের মধ্যে অন্যতম। তবে উত্তর পূর্ব ভারত থেকে একমাত্র আমন্ত্রিত হিসেবে তিনিই রয়েছেন।
ইতালির এই সিম্ফোসিয়ামে শুধু ভারত থেকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু অভিনেতা ও নির্দেশক অংশ নিচ্ছেন। নাটকের জগতে বরাক উপত্যকা যে বিশ্বের অন্যান্য স্থান থেকে মোটেই পিছিয়ে নয়, শান্তনুকে এই আমন্ত্রণ তা-ই প্রমাণ করে। শিলচর তথা বরাক উপত্যকার নাট্যজগতে শান্তনু পাল রয়েছেন দীর্ঘদিন থেকে। তাঁর উদ্যোগে শিলচরে স্থাপিত হয়েছে ভাবীকাল থিয়েটার গ্রুপ। তাঁর দক্ষ নির্দেশনা এবং অভিনয়ে আজ ভাবীকাল নাট্য জগতে এক বিশেষ নাম।
প্রতিবছরই পূর্ণাঙ্গ নাটক অভিনয় এবং এর পাশাপাশি দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের নিয়ে এসে কর্মশালার আয়োজন, ভাবীকালের কর্মধারার একটি অনন্য প্রয়াস। তাছাড়া ন্যাশনাল স্কুল অব ড্রামা-র সঙ্গে শিলচরের গ্রন্থি মজবুত করার ক্ষেত্রে শান্তনু বিশেষ উদ্যোগ নিয়েছেন। প্রতিবছরই ন্যাশনাল স্কুল অব ড্রামার বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা শিলচরে প্রশিক্ষণ দিতে আসছেন। শান্তনু তাঁর এই নাট্যজীবনে বিশিষ্ট নির্দেশক ও অভিনেতাদের কাছ থেকে শিক্ষা গ্রহণের কথাও উল্লেখ করেছেন। তবে বিশেষভাবে তিনি স্মরণ করেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যব্যক্তিত্ব কানাইয়ালাল-এর কথা। তিনি বলেন, এ অঞ্চলে যথাযথভাবে নাটকের একটি প্লাটফর্ম গড়ে তোলার জন্য তিনি চেষ্টা করে যাবেন।এখানকার নতুন প্রতিভাকে খুঁজে বের করার ক্ষেত্রেও তাঁর প্রয়াস থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ভাবীকালের সভাপতি রঞ্জন দাস এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়ে বলেন, নির্দেশককে দেশের বাইরে এই আমন্ত্রণ ভাবীকালের প্রত্যেক সদস্যকে গর্বিত করেছে।