Barak UpdatesHappeningsCulture
নাচে গানে সম্মিলিত মঞ্চের বিজয়া সম্মেলন
ওয়ে টু বরাক, ২ নভেম্বর : শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে বুধবার উৎসবমুখর পরিবেশে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিলচর সংগীত বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে মঞ্চের অন্তর্গত বেশ কয়েকটি সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
এদিন অনুষ্ঠানের সূচনা হয় মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস এর স্বাগত ভাষণের মধ্য দিয়ে। তিনি বলেন, প্যালেস্তাইনের নিরপরাধ জনগণের ওপর ইজরায়েল বাহিনী যেভাবে হামলা চালাচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আর এ কাজে উৎসাহ দিয়ে চলেছে আমেরিকা। এছাড়া ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জেলায় দুর্গাপূজার সময় বিভিন্ন মণ্ডপে বাংলায় লেখা ব্যানার খুলে ফেলে একটি উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী যেভাবে তান্ডব চালিয়েছে তিনি এর নিন্দা জানান। শিলচরের সংস্কৃতি চর্চা প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, এখন কোন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হলে জেলাশাসকের কার্যালয় থেকে অনুমতি নিতে হয়। এমন চলতে থাকলে এখানকার সংস্কৃতি চর্চায় ব্যাপক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।
এদিন অনুষ্ঠান শুরু হয় শিলচরের বিশিষ্ট শিল্পী মঙ্গলা নাথের গানের মাধ্যমে। ক্রমান্বয়ে সাংস্কৃতিক সংস্থাগুলো তাদের অনুষ্ঠান পরিবেশন করে। একে একে নৃত্য পরিবেশন করে গীতাঞ্জলি মিউজিক স্কুল, শিলচর ইয়ুথ কয়ার, নৃত্যাঞ্জলি নৃত্যায়ন এবং গৌড়ীয় নৃত্যকলা ভারতী। নৃত্যের অনুষ্ঠানে শিশু শিল্পীদের পরিবেশনা সবার নজর কাড়ে। শেষে দুটি গানের অনুষ্ঠান উপহার দেয় স্বরলিপি ও সুর মন্দির। সুর মন্দিরের শিল্পীরা একটি পদাবলী কীর্তন পরিবেশন করে প্রেক্ষাগৃহে এক ভাব গম্ভীর পরিবেশ তৈরি করে দেন।
শিল্পীদের বিভিন্ন যন্ত্রের সহায়তা করেন কিবোর্ডে ঋষিকেশ চক্রবর্তী, তবলায় চিরঞ্জীব অধিকারী এবং গিটারে গোবিন্দ শর্মা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক অজয় কুমার রায়।