CultureBreaking News
নাচে গানে রঙীন বসন্ত উৎসব সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের
২১ মার্চ : নাচে গানে রঙ ছড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রঙীন বসন্ত উৎসব উদযাপন করল শিলচরের ঐতিহ্যবাহী সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। শিলচর শিশু উদ্যানে আয়োজিত এই অনু্ষ্ঠান শুরু থেকেই কচিকাচাদের কলকাকলিতে ভরে ওঠে। অনুষ্ঠানে প্রথমেই সানাই বাজিয়ে শোনান বরাক উপত্যকার বিশিষ্ট শিল্পী শুক্কুর আলি।
এরপর শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ধাঁচে রবি ঠাকুরের ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগল যে দোল’ গেয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। পরিবেশন করেন কলাক্ষেত্রমের শিল্পীরা। এ ছাড়া নাচে গানে কথায় কবিতায় অনুষ্ঠানে অংশ নেন নৃত্যায়ন, রূপম সাংস্কৃতিক সংস্থা, সুরমন্দির, শিলচর ইয়ূথ কয়ার, অনন্তহাসি সঙ্গীত কলা নিকেতন, স্বরলিপি সহ আরও কিছু সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠান শেষ হয় ‘রাঙিয়ে দিয়ে যাও যাও যাও যাওগো এবার যাবার আগে’গানটির সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে।
পার্কের আলো আঁধারি পরিবেশে এ দিন সন্ধ্যায় শিলচরের বিভিন্ন সংগঠনের বহু সদস্য উপস্থিত ছিলেন। মঞ্চে অনুষ্ঠান চলেছে, আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আবিরে রাঙা হয়ে বসন্ত উৎসব পালন করেছেন শিলচরবাসী। বড়দের সঙ্গে শিশুদের দাপটও ছিল পার্কজুড়ে।