Barak UpdatesHappeningsBreaking News
নবরূপে নির্মিত কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থার শহিদ স্মারক, উন্মোচন শহিদ দিবসে
ওয়েটুবরাক, ১৭ মে : মাতৃভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণে আগামী ১৯ মে শুক্রবার কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থার নিজস্ব গৃহের সম্মুখে নবরূপে নির্মিত শহিদ স্মারক উন্মোচন করা হবে।
উক্ত অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর, সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী ও কবি-লেখক অতীন দাশ, লোক গবেষক অধ্যাপক ড. অমলেন্দু ভট্টাচার্য প্রমুখ উপস্থিত থাকবেন।
শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীকেও এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থার তরফে জানানো হয়েছে৷ সংস্থার সম্পাদক এই শহিদ স্মরণ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন৷
উল্লেখ্য, কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থা ১৯৮২ সাল থেকে সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়াজগতে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে।