NE UpdatesHappeningsBreaking News
নতুন ৪০, মণিপুরে আক্রান্ত বেড়ে ১৪৩০
৭ জুলাই : মণিপুরে নতুন আরও ৪০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩০। বর্তমানে মণিপুরে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সরকারি সূত্রে বলা হয়েছে, রাজ্যে চিকিতসাধীন রয়েছেন ৬৫৯ জন। নতুন আক্রান্ত ৪০ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১১ জন মহিলা। রাজ্যের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র শশীকুমার মাংগাঙ এক বিবৃতিতে বলেছেন, এই আক্রান্তদের মধ্যে ৩৩ জন জেএনআইএমএস থেকে ও ৭ জন আরআইএমএস থেকে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৬ জন সেনাপতি জেলার, ৫ জন করে জিরিবাম ও কাকঙপকপাই জেলার, ২ জন কাকচিং এবং ১ জন করে চোরাচান্দপুর ও ইম্ফল পূর্ব জেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় ৩৭ জন রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে রাজ্যে মোট ছাড়া পেয়েছেন ৭৭১ জন। রাজ্যে বর্তমানে সুস্থ হয়ে ওঠার হার ৫৩.৯১ শতাংশ।