India & World UpdatesHappeningsBreaking News
নতুন শিক্ষানীতির বিরোধিতায় এসইউসিআই
১ আগস্ট: কেন্দ্র সরকারের নতুন জাতীয় শিক্ষানীতির তীব্র বিরোধিতা করল এসইউসিআই। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এক বিবৃতিতে বলেন, কোভিড অতিমারীজনিত পরিস্থিতির সুযোগ নিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকার সুচতুর ভাবে সমস্ত শিক্ষক, শিক্ষাবিদ, ছাত্র, অভিভাবকদের প্রতিবাদকে পদদলিত করে শিক্ষার ব্যবসায়ীকরণ,বাণিজ্যিকীকরণ ও গেরুয়াকরণের পলিসিকেই মান্যতা দিল৷ এবং সেই উদ্দেশ্য সাধনের পরিপূরক হিসেবেই এই নবতম জাতীয় শিক্ষানীতির ঘোষণা করে।
এই শিক্ষানীতি গণতান্ত্রিকভাবে শিক্ষাব্যবস্থা পরিচালনার যেটুকু অবশেষ বাকি আছে, সেটুকুও ধ্বংস করে শিক্ষাক্ষেত্রে আমলাতান্ত্রিকতার সূচনা করবে। বিদ্যাসাগর, রামমোহন, জ্যোতিবা রাও ফুলে প্রমুখ নবজাগরণের বলিষ্ঠ প্রতিভূদের বৈজ্ঞানিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শিক্ষার জন্য যে লড়াই, তাকে ধূলিস্যাৎ করে ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যযুগীয়, কূপমন্ডুক, ধর্মীয় মানসিকতার সঞ্চার করাই এই নীতির মূল লক্ষ্য। জাতীয় ও বৈদেশিক কর্পোরেটদের মুনাফা লাভের ক্ষেত্র হিসেবে শিক্ষাব্যবস্থাকে উন্মুক্ত করে দেবে এই নীতি,যার ফলে ব্যয়বহুল শিক্ষাক্ষেত্র সাধারণ ছাত্রছাত্রীদের কাছ শিক্ষাকে আরও দূরে সরিয়ে নিয়ে যাবে। এই নীতি প্রণয়ন করে সরকার শিক্ষার সমস্ত দায়ভার কর্পোরেটদের হাতে তুলে দিয়ে নিজেরা দায়মুক্ত হতে চাইছে।
তাঁর কথায়, এটা পরিষ্কার, অগণতান্ত্রিক, অবৈজ্ঞানিক, শিক্ষা ও জনস্বার্থবিরোধী এই নীতি আসলে ক্ষমতাসীন কর্পোরেটদের ও বিজেপির নিজস্ব উদ্দেশ্য চরিতার্থ করার ফ্যাসিস্ট চক্রান্ত ছাড়া কিছুই নয়। এসইউসিআইর পক্ষ থেকে শিক্ষক, শিক্ষাবিদ, বিদ্বজ্জন, অভিভাবক, ছাত্রছাত্রী সহ সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে রুখে দাঁড়াতে আহ্বান জানানো হয়।