NE UpdatesHappeningsBreaking News
নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই ক্ষোভে চেয়ার ছুঁড়লেন মন্ত্রী রামপ্রসাদ
ওয়েটুবরাক, ১৪ মে : ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি পদে জোর লড়াইয়ে ছিলেন তাঁরা দুইজন৷ ডা. মানিক সাহা ও রামপ্রসাদ পাল৷ দলে মানিকবাবুর পরিচয় তখন বিপ্লব দেবের ঘনিষ্ঠ মানুষ৷ রামপ্রসাদ সূর্যমণিনগরের বিধায়ক৷ শেষপর্যন্ত মানিকবাবুকেই দল সভাপতি পদে বেছে নেয়৷ আজ নতুন মুখ্যমন্ত্রী বাছতে গিয়েও দলীয় নেতৃত্ব মানিক সাহার নামই ঘোষণা করে৷
এতটা ভাবতে পারেননি রাজ্যের দমকল মন্ত্রী রামপ্রসাদ৷ তিনি নিজে অবশ্য মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখেননি৷ তবু মানিকবাবুকে মন্ত্রিসভার শীর্ষপদে মেনে নিতে পারেননি৷ পরিষদীয় বৈঠকেই বলে বসেন, এই দলে আর থাকার কোনও মানে হয় না৷ অভিযোগ, তিনি কেন্দ্রীয় নেতৃবর্গের সামনেই ক্ষোভে প্লাস্টিকের চেয়ার তুলে ছুঁড়ে মারেন৷ বৈঠক শেষে বলেন, কেউ একবারের জন্যও মুখ্যমন্ত্রী বাছাইয়ের ব্যাপারে বিধায়কদের পরামর্শ বা মতামত চাননি৷ একই সুরে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক পরিমল দেববর্মাও৷ তিনি বলেন, আমাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হল৷