NE UpdatesHappeningsBreaking News
নতুন পেনশন নীতির বিরোধিতায় কর্মবিরতি
ওয়েটুবরাক, ২২ আগস্ট : নতুন পেনশন নীতির বিরুদ্ধে আজ সোমবার কর্মবিরতি পালন করলেন অসমের সরকারি কর্মীরা। অফিস বা স্কুল-কলেজে গেলেও সারাদিন কাজ করেননি কেউ। সারা অসম এনপিএস কর্মচারী সংস্থার কর্মকর্তারা জানান, ২০০৫ সাল থেকে কর্মরত সরকারি কর্মীদের জন্য নতুন পেনশন নীতি বা এনপিএস চালু হয়েছে। তাতে কর্মচারীদের জমানো অর্থ বিনিয়োগ করে প্রাপ্ত লভ্যাংশ পেনশন হিসেবে দেওয়া হয়। মাসে হাজার, বারোশো টাকার বেশি মেলে না। তাদের দাবি, অসম সরকারকে পুরনো পেনশন নীতি মেনেই কর্মচারীদের পেনশন দিতে হবে। রাজস্থান, ঝাড়খণ্ড সরকার এমনটাই করছে বলে জানান তাঁরা।