India & World UpdatesAnalyticsBreaking News

নজরুলের গান ‘বিকৃত’ করে সিনেমায় ব্যবহার ! সমালোচনায় এ আর রহমান

কলকাতা, ১০ নভেম্বর : কাজী নজরুল ইসলামের গান সিনেমায় অন্যভাবে ব্যবহার করার জন্য নেটিজেনদের বিতর্কের মুখে পড়লেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক তথা শিল্পী এ আর রহমান। তিনি বিদ্রোহী কবি নজরুলের ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ‘পিপ্পা’ সিনেমায় ব্যবহার করেছেন। কিন্তু বাঙালিরা গানটি এতদিন যেভাবে শুনে আসছেন, সেখান থেকে সরে একটু অন্য আঙ্গিকে তৈরি করেন। আর এতেই বিতর্কের মুখে পড়েছেন সঙ্গীত পরিচালক। অনেকেই বলেছেন, গানটি এ আর রহমান যেভাবে কম্পোজ করেছেন, তাতে এর মূল রিদমটা হারিয়ে গেছে। রহমান বাঙালির আবেগ নিয়ে খেলা করেছেন, এমন কথাও বলেছেন নেটিজেনরা।

১০ নভেম্বর অর্থাৎ আজই ‘পিপ্পা’ সিনেমাটি আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে। এই ছবিটি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে ৪৫ ক্যাভালরি রেজিমেন্টের ক্যাপ্টেন বলরাম মেহতার জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই সিনেমায় গানের সুরকার এ আর রহমান। এতেই তিনি ব্যবহার করেছেন কাজী নজরুলের “কারার ওই লৌহ কপাট” গানটি। গেয়েছেন তীর্থ ভট্টাচার্য, শালিনী মুখোপাধ্যায়, রাহুল দত্ত, পীযূষ দাস প্রমুখ।

এই গান নিয়ে প্রতিবাদ যে শুধু ভারতের বাঙালিদের কাছ থেকেই এসেছে, তা নয়। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। ফলে ক্ষোভ ছড়ায় বাংলাদেশেও। এমনকি নজরুলের পরিবারের পক্ষ থেকেও এই গান নিয়ে ক্ষোভ ব্যক্ত করা হয়েছে। আসলে বিদ্রোহী কবির গান এ আর রহমানের মতো একজন খ্যাতনামা সুরকার বেছে নিয়েছেন, তা বাঙালিদের কাছে গর্বের হওয়ার কথা ছিল। নেটিজেনরা বলছেন, এই গানটি বিকৃত করে গাওয়ার জন্য বাঙালিরা উল্টে ক্ষেপে গিয়েছেন। গানের সুর যেমন বদলে দেওয়া হয়েছে, তেমনি এর উচ্চারণেও ঘাটতি রয়েছে। তা কোনও অবস্থায়ই মেনে নেওয়ার মতো নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker