NE UpdatesHappeningsBreaking News
নগ্ন প্যারেড করানো দুই মহিলার পরিবারকে ১০ লক্ষ করে অর্থ রাজ্যপাল উইকির
ওয়ে টু বরাক ডেস্ক, ৩০ জুলাই ঃ মণিপুরে দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কেন্দ্রস্থল চূড়াচান্দপুরের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করলেন রাজ্যপাল অনুসূয়া উইকি। শনিবার বিরোধী শিবিরের ২১ জনের এক প্রতিনিধি দল যখন হিংসাজর্জর অঞ্চল পরিদর্শন করে, ঠিক তখনই রাজ্যপাল উইকি সেখানে উপস্থিত হন। রাজ্যপাল মণিপুরে নগ্ন প্যারেড করানো দুই মহিলার পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের চেকও প্রদান করেন।
৩৬ আসাম রাইফেলসের হ্যালিপেডে অবতরণ করার পর রাজ্যপাল সেন্ট পল ইনস্টিটিউটের রিলিফ ক্যাম্পে যান। সেখান থেকে তিনি পৌছান রেংকাইয়ের ইয়ং লার্নার স্কুলে। এই শিবিরে প্রায় ১৬০-১৭০ জন আশ্রয় গ্রহণ করেছেন। রাজ্যপাল শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত লোকদের সঙ্গে মত বিনিময়ও করেন। তিনি প্রতিটি পরিবারকে হাইজিন কিট, শিশুর জন্য খাদ্যসামগ্রী, কিছু নগদ অর্থও বিতরণ করেন।
তিনি যুবক-যুবতীদের আইন হাতে না নেওয়ার ও অবৈধ কোনও কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। রাজ্যপাল জানান, তিনি শিবির পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা, সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন। শান্তি পুনরুদ্ধার করার জন্য সম্ভাব্য সবধরনের আশ্বাস দিয়ে উইকি বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করবে।