NE UpdatesBarak UpdatesHappenings
নগাঁওয়ে ৬৮ শয্যার অক্সিজেন হাসপাতালের উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর
২৯ মে ঃ নগাঁওয়ে স্বাস্থ্য পরিষেবায় এক নতুন সংযোজন হল। শনিবার ৬৮টি শয্যা যুক্ত একটি অক্সিজেন হাসপাতালের সূচনা করলেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। সকাল ১১টা নাগাদ নগাও-এর ভোগেশ্বরী ফুকননী অসামরিক হাসপাতালে এই অক্সিজেন শয্যা উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রূপক শর্মা ও জেলাশাসক কবিতা পদ্মনাভন।
এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেন, তিনি স্বাস্থ্য বিভাগের দায়িত্ব হাতে নিয়েই এটি ১৫ দিনের মধ্যে নির্মাণ শেষ করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিধায়ক রূপক শর্মা ও জেলাশাসকের ততপরতায় ১৪ দিনের মধ্যেই এটির নির্মাণ কাজ শেষ হয়ে যায়। এ দিন তামুলপুর বিধানসভা কেন্দ্রের ইউপিপিএল বিধায়ক লেহরাম বড়োর মৃত্যুতে শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, খুব কম দিনের জন্য তাঁকে বিধানসভায় পেয়েছি। তাঁর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এ দিন স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের কোভিড পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন।