NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ধৃত মাওবাদী সম্রাটকে শিলচরেও আনা হবে, জানালেন এসপি
ওয়েটুবরাক, 20 সেপ্টেম্বরঃ সোমবার কলকাতার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতারের পরই মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তীকে আদালতে তোলে এনআইএ। বিচারকের নির্দেশে ট্রানজিট রিমান্ডে তাকে গুয়াহাটিতে নিয়ে আসা হয়েছে। মূলত কাছাড়ে মাওবাদের নামে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগেই সম্রাট ওরফে নির্মাণকে খুঁজছিল এনআইএ। এ বার তাদের জিজ্ঞাসাবাদের পর কাছাড়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমল মাহাত্তা। তিনি বলেন, কাছাড় পুলিশের একটি মামলাতেও সম্রাট অভিযুক্ত। ওই মামলার সূত্রেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। মাহাত্তা জানান, আত্মগোপনের জন্য গুদামে কাজ করলেও সম্রাট উচ্চশিক্ষিত, গবেষক। কম্প্যুটারে বেশ দক্ষ।
কাঞ্চনদা সহ এই কয়েক বছরে কাছাড় থেকে বেশ কয়েকজন বড় মাপের মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। ধরা পড়লেন সম্রাট চক্রবর্তীও। এখনও কি জেলায় মাওবাদী ততপরতা অব্যাহত রয়েছে। পুলিশ সুপার খোলামেলাই বলেন, এই প্রশ্নের উত্তর এককথায় বলা মুশকিল। কারণ মাওবাদ একটি দর্শন। কারা তা মেনে চলছেন, বোঝা কঠিন। তবে মাওবাদের নামে জঙ্গি ততপরতা চলছে না বলেই দাবি তাঁর। পাশাপাশি শোনান, বিমানবন্দর নির্মাণ ইস্যুতে ডলু চা বাগানে যে শ্রমিক বিক্ষোভ সংগঠিত হয়েছিল, এর পেছনে মাওবাদীরা ছিলেন।
সম্রাটকে শিলচরে এনে কাছাড় পুলিশ এ সব ব্যাপারেও জানতে চাইবে বলে অনুমান করা হচ্ছে।