Barak UpdatesHappeningsBreaking News

ধলাইর মথুরাপুরে গিয়ে রোটারিয়ানদের ত্রাণ

ওয়েটুবরাক, ২৭ জুন: বিদায়বেলায় বড় একটা কাজ করতে চাইছিলেন শিলচর রোটারি ক্লাবের সভাপতি তাপসকুমার রায়৷ চাইছিলেন একসঙ্গে অনেক প্রকৃত দুস্থ মানুষকে যদি একটু সাহায্য করা যায়৷ রোটারি রীতি অনুসারেই আগামী ৩০ জুন তাঁর সভাপতিত্বের মেয়াদ ফুরোবে৷ এর আগে ত্রাণের জন্য বেছে নিলেন ধলাইর মথুরাপুরকে৷ কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতির সঙ্গে যোগাযোগ করে সেখানে গিয়ে বিতরণ করলেন ২০০০ প্যাকেট পুষ্টিকর বিস্কুট, ২৫০০ প্যাকেট  পটেটো চিপস ও ১১০ কেজি আম ৷ সঙ্গে ৫০০ মাস্কও৷

কোভিড বিধি মেনে রোটারি ক্লাবের পার্মানেন্ট ফুড ব্যাঙ্কের এই সব সামগ্রী গ্রহণ করেন মথুরাপুরের ২৫০ পরিবারের বিভিন্ন বয়সের মানুষ৷ ক্লাবের পক্ষে সভাপতি তাপসবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সেবা প্রকল্প সঞ্চালক শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি প্রদীপকুমার পাটোয়া ও বেণুলাল বর্মণ, সদস্য নিশিথেন্দু দাস, রঞ্জিতকুমার দেব, শ্যামল দাস এবং মধুসূদন পাল৷ এ ছাড়া, মাল সমাজ কল্যাণ সমিতির সদস্যরা ত্রাণশিবিরকে সফল করে তোলার জন্য আন্তরিক ছিলেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker