Barak UpdatesHappeningsBreaking News
ধনকুমারী সূত্রধর প্রয়াত
ওয়েটুবরাক, ৬ এপ্রিল: ভাষাসংগ্রামী বীরেন্দ্র সূত্রধরের পত্নী ধনকুমারী সূত্রধর প্রয়াত হয়েছেন৷ আজ মঙ্গলবার বেলা সওয়া ১টায় তিনি শিলচর পূর্ণচন্দ্র পাল রোডের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ বয়স হয়েছিল ৮৫ বছর৷ রেখে গিয়েছেন একমাত্র কন্যা মধুমিতা, জামাতা ও নাতি-নাতনিকে৷ ভাষাশহিদ পত্নীর মৃত্যুতে শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ খবর পেয়েই তাঁর বাড়িতে ছুটে গিয়েছেন শিলচর আসনের দুই প্রার্থী কংগ্রেসের তমালকান্তি বণিক ও বিজেপির দীপায়ন চক্রবর্তী৷ শ্মশানঘাটে গিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক তথা নির্দল প্রার্থী দিলীপকুমার পাল৷
ভাষাশহিদের পত্নীর উদ্দেশে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি সংগঠনের সদস্য-কর্মকর্তারা৷ তাঁদের মধ্যে রয়েছেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সমিতির সংস্কৃতি সম্পাদক সব্যসাচী পুরকায়স্থ, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের বিশ্বজিৎ দাস, অজয় রায়, অরিন্দম দেব, ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সম্পাদক ডা. রাজীব কর, সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, সমকালের গোরা চক্রবর্তী, সদ্যপ্রাক্তন পুর সদস্য গোপীকা দেব, প্রাক্তন পুর সদস্য শম্পা ধর প্রমুখ৷ ধনকুমারীদেবীর জামাতা অমৃতকুমার সূত্রধর মুখাগ্নি করেন৷