NE UpdatesHappeningsBreaking News
দ্বিতীয় পর্যায়ে রাজ্যে মনোনয়নপত্র পেশ ৬৫ প্রার্থীর
গুয়াহাটি, ৫ মার্চ : আগামী ১৯ এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচন। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অসমের ৫টি লোকসভা আসনের জন্য মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দ্বিতীয় পর্যায়ের ভোটে গতকাল ছিল মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন।
দ্বিতীয় পর্যায়ের ৬৫ জন প্রার্থীর মধ্যে গত বুধবার ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ দিন দরং-ওদালগুড়ি কেন্দ্রে ৫ জন, ডিফু কেন্দ্রে ৩ জন করিমগঞ্জে ১ জন, শিলচর ও নগাঁও আসনে ২ জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কিন্তু বৃহস্পতিবার শেষ দিনে ৩৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। শেষ দিনে দরং-ওদালগুড়ি কেন্দ্রে ৫ জন, ডিফু কেন্দ্রে ১ জন করিমগঞ্জে ২০ জন, শিলচর আসনে ২ জন ও নগাঁও আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে, ১৯ এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচনে ডিব্রুগড়, যোরহাট, কাজিরঙা, নগাঁও ও লখিমপুর লোকসভা কেন্দ্রে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রথম পর্বে মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ছিল ২৭ মার্চ।