Barak UpdatesHappenings

শিলচরে সদর থানার নতুন ভবনের উদ্বোধন করলেন ডিজিপি

২৯ জুলাই : শিলচর সদর থানার নতুন ভবনের উদ্বোধন করলেন রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার রমণদীপ কৌর সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা। নতুন ভবন উদ্বোধনের পর ডিজিপি মহন্ত কক্ষগুলো ঘুরে দেখেন। এরপর তিনি পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।

এ দিন ডিজিপি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বিভিন্ন ওয়াজ মহফিলে ভারত বিরোধী প্রচার কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, মহফিলে কোরান শরিফ নিয়ে আলোচনা হলে কোনও আপত্তি নেই। কিন্তু দেশ বিরোধী কথাবার্তা হলে চলবে না। সম্প্রতি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ থেকে এদেশে আসার ক্ষেত্রে ৬ জন মওলানা ও এক গায়িকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁর কথায়, আলকায়দার শাখা অসমের বাঙালি অধ্যুষিত এলাকায় নিজেদের ঘাঁটি গাড়তে চাইছে। পাশাপাশি তিনি এও বলেন, পুলিশ যাতে জনতার বন্ধু হয়ে ওঠে, এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাছাড়া শিলচরে জনসংখ্যা ও যানবাহন দুটোই বাড়ছে, ফলে এই থানাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি এ দিন উল্লেখ করেন।

অন্যদিকে বন্যার সময় বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য ডিজিপি ৩৬ জন পুলিশ কর্মীকে কমান্ডেশন সার্টিফিকেট তুলে দেন। এছাড়া থানায় ছোটখাটো বিভিন্ন মামলা নিষ্পত্তি করার জন্য সদর থানায় স্পেশাল কাউন্সিলিং সেল নামে নতুন একটি শাখা খোলা হয়েছে বলেও জানান মহন্ত। এই সেলে দ’জন সমাজকর্মীকে নিয়োগ করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker