Barak UpdatesHappeningsCultureBreaking News
দ্বিজেন্দ্রলাল দাসের গল্পগ্রন্থ ‘জীবনযুদ্ধ’ প্রকাশিত
ওয়েটুবরাক, ১৮ এপ্রিলঃ ক্রীড়া সাংবাদিক দ্বিজেন্দ্রলাল দাস গল্পও লিখেন। একেবারে পুস্তক প্রকাশ করে তা প্রকাশ্যে আনলেন তিনি। শনিবার ইটখলা অ্যাথলেটিক ক্লাবের হলঘরে উন্মোচিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘জীবনযুদ্ধ’। মোড়ক খুলে আনুষ্ঠানিকভাবে এর উন্মোচন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সাংবাদিক উত্তমকুমার সাহা এবং তিন কবি রত্নদীপ দেব, ড. রূপরাজ ভট্টাচার্য ও সুজিত দাস।
গল্পকার-তনয় দিবায়ন দাসের সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানের সূচনা হয়। গল্পকার দ্বিজেন্দ্রলাল দাস বলেন, তাঁর দাদুর অপ্রকাশিত উপন্যাস ‘স্রোতের আবর্তে’ পড়েই তাঁর মধ্যে লেখালেখির ইচ্ছা গড়ে ওঠে। কলেজে জড়িয়ে ছিলেন লিটল ম্যাগ আন্দোলনেও। পরে পেশাগত জীবনে অন্য সৃষ্টি তাঁকে মূল সাহিত্যজগত থেকে অনেকটাই সরিয়ে দেয়। বছর তিনেক ধরে নতুন করে সাহিত্যে মন দেন। এরই ফসল ‘জীবনযুদ্ধ’।
দ্বিজেন্দ্রলাল দাসের গল্প নিয়ে আলোচনা করতে গিয়ে কবি-সাংবাদিক রত্নদীপ দেব জানান, সাংবাদিক হিসেবে নিত্য প্রতিবেদন লেখার সুবাদে তাঁর গল্পে অতিকথন দোষটা নেই। নিজের বক্তব্য চাপিয়ে দেওয়ারও চেষ্টা করেননি। গল্পগুলি নিজস্ব ভাবে সাবলীল গতিতে এগিয়েছে।
সভাপতি উত্তমকুমার সাহা সহ বাবুল হোড়, ড. রূপরাজ ভট্টাচার্য, সুজিত দাসও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন আরেক সাংবাদিক, বাচিক শিল্পী রাহুল দেব।