NE UpdatesHappeningsBreaking News
দেশে সর্ববৃহৎ! মঙ্গলবার আমগুড়িতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন
ওয়েটুবরাক, ৩০ মে : মঙ্গলবার উদ্বোধন হবে ৭০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন অসমের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের৷ আমগুড়িতে নির্মিত প্রকল্পটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ এটিই ভারতের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প৷
সোমবার গুয়াহাটিতে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী বিমল বরা জানান, আগামী তিন বছরের মধ্যে রাজ্যবাসীকে দিনে অন্তত ২৩ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান অসম সরকার৷ লক্ষ্যপূরণে তাঁরা সৌরবিদ্যুতে গুরুত্ব দিচ্ছেন৷ বিমল জানান, বড় প্রকল্প ছাড়াও তারা সৌরবিদ্যুতের ছোট ছোট ইউনিট তৈরি করতে চাইছেন৷ বিশেষ করে, বিভিন্ন সরকারি ভবনের ছাদ ব্যবহার করে কতটা বিদ্যুৎ উৎপাদন হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে৷ এর লাভালাভের জায়গাটাও হিসাব কষা হচ্ছে৷ তাঁর কথায়, শুধু অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের জন্যই নয়, যেখানে বিদ্যুতের লাইন যায়নি, তাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্যও সৌরবিদ্যুৎ জরুরি৷