NE UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News
দেশের সবচেয়ে দীর্ঘপথে বিবেক এক্সপ্রেস চলবে সপ্তাহে দুদিন
গুয়াহাটি, ২০ নভেম্বর : দেশের সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করা বিবেক এক্সপ্রেস এ বার সপ্তাহে দুদিন চলবে। আগামী ২২ নভেম্বর থেকে সপ্তাহে দুদিনের এই ট্রেন পরিষেবা শুরু হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
এই বিবেক এক্সপ্রেস আসামের সঙ্গে তামিলনাড়ুর সংযোগ করেছে। বিবেক এক্সপ্রেস আসামের ডিব্রুগড় থেকে রওনা দিয়ে ৮০ ঘন্টায় ৯টি রাজ্য অতিক্রম করে কন্যাকুমারী পৌছায়। এটি এই সময়ের মধ্যে ৪১৮৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ২০১১ সালের ১৯ নভেম্বর এই ট্রেনটি চালু হয়েছিল।
এতোদিন ১৫৯০৬ ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস প্রতি সপ্তাহে শুধু শনিবারই ডিব্রুগড় থেকে রওনা দিত। কিন্তু এখন এটি ২২ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবারও যাত্রা করবে। বিপরীতে ১৫৯০৫ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার কন্যাকুমারী থেকে ডিব্রুগড়ের উদ্দেশে ছাড়ত। আগামী ২৭ নভেম্বর থেকে এই ট্রেনটি প্রতি রবিবারও কন্যাকুমারী থেকে যাত্রা করবে। এন এফ রেলওয়ে সূত্রে এ খবর জানানো হয়েছে।