India & World UpdatesAnalyticsBreaking News
দেশের উন্নয়নে ৫ মন্ত্র মোদির
ওয়ে টু বরাক, ১৫ আগস্ট : দেশের ভবিষ্যতের উন্নয়নের জন্য পঞ্চপ্রাণের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আগামী ২৫ বছরের উন্নয়ন পরিকল্পনার কথা বলেছেন তিনি। এই পঞ্চপ্রাণের মধ্যে মোদি উল্লেখ করেন,
(১) দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য অনেক বৃহত্তর সংকল্প গ্রহণ করতে হবে। সেসব সংকল্পের মধ্যে থাকতে হবে পরিচ্ছন্নতা, টিকাকরণে অগ্রগতি ও শৌচালয় নির্মাণ। এছাড়া ২ কোটি ৫০ লক্ষ মানুষের ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
(২) নরেন্দ্র মোদি বলেছেন, দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে হলে দাসত্বের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় শিক্ষানীতিতে সেই ধারণা থেকে মুক্তি দেওয়ার কথা ভাবা হয়েছে। তাঁর কথায়, দেশের প্রতিটি ভাষার জন্য আমাদের গর্ব অনুভব করা উচিত। ডিজিটাল ভারতের কথা বলতে গিয়ে মোদি বলেন, একাধিক স্টার্ট আপ প্রকল্প দেশের উন্নয়নের কথাই বলে দিচ্ছে।
(৩) মোদি বলেন, দেশের উন্নয়নের জন্য প্রতিটি নাগরিককে নিজেদের কর্তব্য পালন করতে হবে। নাগরিকরা কর্তব্য পালন করলেই দেশ প্রগতির পথে এগিয়ে যাবে। তাঁর কথায়, শুধু সাধারণ নাগরিকই নয়, প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীদেরও কর্তব্যে সজাগ থাকতে হবে।
(৪) প্রধানমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যকে সবার আগে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক স্তরে কোনও সমস্যার সমাধান খুঁজতে গিয়ে এ বিষয়টি সবার আগে ভাবতে হবে। আকাশে উড়তে গেলে শেকড়ের সঙ্গে সংযোগ থাকতে হবে। আর দেশের ঐতিহ্যের মধ্যেই নিহিত রয়েছে পরিবেশ রক্ষার মন্ত্র।
(৫) মোদির ভাবনায়, দেশের বৈচিত্র্যকে যদি উদযাপন করা যায়, তাহলে ঐক্য তৈরি হবে। পাশাপাশি মহিলাদের সম্মানের কথা উল্লেখ করে লিঙ্গ বৈষম্য থেকে দূরে সরে আসার বার্তা দিয়েছেন তিনি। মোদি বলেন, আজকে সমাজে মহিলাদের বঞ্চনার শিকার হতে হয়। এর থেকে মুক্তির উপায় আমাদের খুঁজে বের করতে হবে।