NE UpdatesHappeningsBreaking News

দুর্ব্যবহারের অভিযোগে হোজাইর ডিসি-এডিসি সাসপেন্ড

ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর : সাধারণ জনতা কি অধঃস্তন কর্মচারী সকলের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন হোজাইর জেলাশাসক অনুপম চৌধুরী৷ এমন অভিযোগ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল৷ এ বার বিষয়টি প্রমাণ সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে নেওয়া হলে তিনি প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে জেলাশাসক অনুপম চৌধুরীকে চাকরি থেকে সাসপেন্ড করেন৷ একই অভিযোগে সাসপেন্ড হয়েছেন তাঁর সঙ্গে থাকা অতিরিক্ত জেলাশাসক রক্তিম বরুয়াও৷ সাসপেন্ডেড দুজনই এসিএস অফিসার৷

এলাকাবাসী জানিয়েছেন, বুধবার রাতে দোকান বন্ধ করে মালিকের বাড়ি ফিরছিলেন দোকান কর্মচারী বিশ্বজিৎ পাল৷ তিনি লংকার শীলবস্তি বাইপাসে চলাচলের নির্দেশিকা লঙ্ঘন করে চলছিলেন৷ ঠিক তখনই ওই পথে ফিরছিলেন জেলাশাসক অনুপম চৌধুরীর কনভয়৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক রক্তিম বরুয়াও৷ তাদের নির্দেশে দেহরক্ষীরা বিশ্বজিৎকে বেদম প্রহার করেন৷ চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন দোকানমালিক উদয়চন্দ্র শীল৷ কর্মচারীকে মারধর করতে দেখে তিনি এগিয়ে গেলে পুলিশকর্মীরা তাঁকেই ধরে পেটাতে থাকেন৷ তাঁর বাবা গান্ধীরাম শীল ছেলেকে বাঁচাতে অনুপম চৌধুরীর কাছে গিয়ে হাতজোড় করে অনুরোধ জানান৷ জেলাশাসক চৌধুরী সঙ্গে সঙ্গে বৃদ্ধ গান্ধীরাম শীলকে মাথায় ঘুষি মারেন৷ দেন বেশ কয়েকটি চড়ও৷ বৃদ্ধকে মারেন এডিসি বরুয়াও৷ এর পরই গোটা জেলা জুড়ে নিন্দার ঝড় বয়ে যায়৷ খবর যায় মুখ্যমন্ত্রীর কাছেও৷ মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে অনুপম চৌধুরী ও রক্তিম বরুয়াকে সাসপেনশনের নির্দেশ দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker