India & World UpdatesHappeningsBreaking News
দুদিনের সফরে মিশরে মোদি
ওয়েটুবরাক, ২৫ জুন : তিনদিনের আমেরিকা সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মিশরে পৌঁছেছেন৷ কায়রোতে তাঁকে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়েছে। মোদিকে স্বাগত জানাতে মিশরের প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছে যান। প্রবল উচ্ছাসের সঙ্গে দুই নেতার সাক্ষাৎ হয়েছে। সেখানকার পারম্পরিক ঐতিহ্যবাহী ব্যান্ড বাজিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয় এবং তাকে গার্ড অফ অনারও দেওয়া হয়।
রাষ্ট্রপতি অল-সিসির নিমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি মিশরে দুদিনের সফরে পৌঁছেছেন। ২৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী প্রথম মিশরে গেলেন। প্রধানমন্ত্রী মোদি কায়েরোতে নামার পরই টুইট করেছেন, “আমার বিশ্বাস, এই যাত্রা মিশরের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করবে।”
প্রধানমন্ত্রী মোদি যখন হোটেলে পৌঁছান, তখন ভারতীয় বংশোদ্ভূত মহিলারা তেরঙ্গা পতাকা উড়িয়ে মোদি মোদি এবং বন্দেমাতরম ধ্বনির সঙ্গে তাঁকে স্বাগত জানান। শাড়ি পড়ে মিশরের এক মহিলা শোলের জনপ্রিয় গান ‘ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে’ গেয়ে তাঁকে স্বাগত জানান।
রবিবার মিশরের রাষ্ট্রপতি অল-সিসির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে দেশের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক রাউন্ড টেবিল বৈঠকেও সামিল হবেন। পরে প্রধানমন্ত্রী মোদী মিশরের গ্র্যান্ড মুফতি ডঃ সাংকি ইব্রাহিম আব্দুল কারিম আল্লামের সঙ্গে দেখা করবেন এবং বিশিষ্ট বুদ্ধিজীবীদের সঙ্গেও মিলিত হবেন। আল হাকিম মসজিদ দর্শনে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁর৷