Barak UpdatesHappeningsBreaking News
দুদিনের সফরে বরাকে আসছেন হিমন্ত বিশ্ব শর্মা
২৪ সেপ্টেম্বরঃ দুদিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন রাজ্যের অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ও পূর্ত মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার বেলা ২টায় তিনি গুয়াহাটি থেকে বিমানে শিলচর আসবেন। সোজা চলে যাবেন রামকৃষ্ণনগরে। সেখানে বিকেল সাড়ে ৪টায় রাস্তা ও অডিটরিয়ামের শিলান্যাস করে এক সভায় বক্তৃতা করবেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যাবেন পাথারকান্দিতে। কানাইবাজার রাস্তার কাজ দেখে তিনি পাথারকান্দি বিজেপি অফিসে যাবেন। সেখানে দলীয় তরফে মন্ত্রী শর্মাকে সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়েছে। রাত সাড়ে ৯টায় তাঁর শিলচর সার্কিট হাউসে চলে আসার কথা। রাতে তিনি কারও সঙ্গে সাক্ষাৎ করবেন না, সরকারি সূচিতে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
তবে ড. হিমন্ত বিশ্ব শর্মা মানুষের সঙ্গে দেখা করবেন না, কথা বলবেন না, তা কী আর হতে পারে! শনিবার সকাল থেকেই তাঁর দেখাসাক্ষাৎ শুরু হয়ে যাবে। বিভিন্ন সংস্থা সংগঠন তখন তাঁর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, স্মারকলিপি দেবেন। সকাল ১১টায় তাঁর কর্মসূচি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ৪০ শয্যার নতুন আইসিইউ-টির উদ্বোধন করবেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। একঘণ্টার মধ্যে মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে সভা সেরে তিনি সার্কিট হাউসে এসে পৌঁছাবেন। খাওয়াদাওয়া করে বেলা একটায় বেরিয়ে পড়বেন সার্কিট হাউস থেকে। আড়াইটায় বিমানে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হবেন।