NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

সেরা একশো : এনআইটি বরাকের মান রাখলেও ছিটকে গেল ‘স্বপ্নের বিশ্ববিদ্যালয়’
NIRF Top 100: NIT keeps prestige of Barak, Assam Univ shatters all hope

১১ জুন: কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল ইনস্টিটিউশনাল রেঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এ আইআইটি মাদ্রাজ এই বছরে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে৷ দ্বিতীয় বেঙ্গালুরুস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স৷ এর পর পাঁচটি আইআইটি৷ দিল্লি, মুম্বাই, খড়গপুর, কানপুরের পরই সেরা একশোর তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে আইআইটি গুয়াহাটি৷ জওহরলাল নেহরু ইউনিভার্সিটিকে টপকে গিয়েছে আসামের এই শিক্ষাপ্রতিষ্ঠান৷

সেরা একশোর তালিকায় স্থান ধরে রেখেছে এনআইটি শিলচর৷ তারা রয়েছে ৯৩ নম্বরে৷ এরা অবশ্য গতবারের চেয়ে নেমে গিয়েছে৷ কিন্তু পুরোপুরি ছিটকেই গিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়৷ নিয়ে স্থানীয় শিক্ষানুরাগী মহলে উদ্বেগ দেখা দিয়েছে৷ আক্ষেপ ব্যক্ত করছেন সাধারণ জনতা৷ পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে তারা দুশ্চিন্তায়৷

এনআইআরএফ-এর তালিকায় এ বার উত্তর-পূর্বের মোট ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে৷ আইআইটি গুয়াহাটি (৭), এনআইটি শিলচর (৯৩) ছাড়াও রয়েছে তেজপুর বিশ্ববিদ্যালয়(৬৩),গৌহাটি বিশ্ববিদ্যালয় (৭০), নর্থ ইস্ট হিল ইউনির্ভাসিটি (৭২), মিজোরাম ইউনিভার্সিটি (৯৯)৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker