Barak UpdatesHappenings
দুটি নতুন রাস্তা উদ্বোধন করলেন দীপায়ন
ওয়ে টু বরাক, ২৭ মার্চ : শিলচরে নতুন দুটি সড়কের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই সড়ক দুটি হচ্ছে তারাপুর দাসপাড়া থেকে মজুমদার বাজার এবং রামনগর থেকে মারচিং ক্ষুভাম অর্থাৎ ৩৭ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত। প্রথম সড়কটির জন্য ব্যয় হয়েছে ২ কোটি ২৩ লক্ষ টাকা এবং দ্বিতীয় সড়কের নির্মাণ কাজে খরচ হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা।
রবিবার সকালে তারাপুরে সড়কের উদ্বোধন করতে গিয়ে বিধায়ক আগের কংগ্রেস সরকারের সমালোচনা করেন। তিনি কংগ্রেস সরকারের স্বজনপোষণ নীতির জন্য গত কয়েক দশকে শিলচরে সমস্যার পাহাড় তৈরি হয়েছে। ওই সময়ই শহরের রাস্তাঘাট থেকে শুরু করে নর্দমার জবরদখল হয়েছে। রাঙ্গিরখালের জমি জবরদখল হওয়ায় আজ শহরবাসীকে এর খেসারত দিতে হচ্ছে। তিনি বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সহযোগিতায় রাঙ্গিরখালের দুধারে গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে।
এ দিকে শিলচর-কালাইন সড়কের শিববাড়ি এলাকায় নদীভাঙন প্রতিরোধে একটি উড়ালপুল নির্মাণের প্রস্তাব বাজেটে অনুমোদন পাওয়ায় বিধায়ক মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বিধায়ক ছাড়াও এ দিন দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ঝলক চক্রবর্তী, বিজেপির শিলচর ব্লক মণ্ডল সভাপতি শ্যামলকান্তি দেব প্রমুখ। শুরুতে অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ।