Barak UpdatesHappeningsBreaking News
দুই দিনের প্রশিক্ষণ নিলেন দুর্গাপূজার পুরোহিতরা
ওয়েটুবরাক, ৩ অক্টোবরঃ দুর্গাপূজা উপলক্ষে দুইদিনের পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল শিলচরে। আয়োজন করে পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্র, শিলচর। শনিবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এর উদ্বোধন করেন প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা লক্ষীকান্ত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, এই ধরনের কর্মশালার খুব প্রয়োজন। পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্র অনেকদিন ধরে এই কাজটি করে চলেছে। একই কথা শোনান সদরঘাট শনিমন্দির পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা। এ দিন দুর্গাপূজার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন লক্ষীকান্ত ভট্টাচার্য, ড. সুখময় ভট্টাচার্য, অধ্যাপক অমরেন্দ্র ভট্টাচার্য, সুদীপ চক্রবর্তী প্রমুখ।
আজ রবিবার দ্বিতীয় দিনে প্রশিক্ষণ হয় মালুগ্রামের ভৈরববাড়িতে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ প্রদীপ প্রজ্জ্বলন করে এ দিনের কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করেন। বৈকুণ্ঠাননদ মহারাজ বলেন, পুরোহিতদের নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক অর্জুন চৌধুরীও। দুর্গাস্তবরাজ পাঠ করেন পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান আচার্য কিশোর ভট্টাচার্য। তিনিই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। দুর্গাপূজার শাস্ত্রীয় দিক নিয়ে প্রশিক্ষণ দেন অমরেন্দ্র ভট্টাচার্য, ক্ষৌণীশচন্দ্র চক্রবর্তী, সিদ্ধার্থ ভট্টাচার্য, রাহুল ভট্টাচার্য প্রমুখ। নবপত্রিকা কী করে বানাতে হয়, তা হাতে কলমে শেখানো হয়। দুইদিনের কর্মসূচিতেই পৌরোহিত্য করেন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি রুচিন্দু চক্রবর্তী।
এ বারের কর্মশালায় মোট 62 জন অংশ নেন। উধারবন্দ, ডলু, বড়খলা, প্রভৃতি বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষার্থীরা আসেন।