NE UpdatesHappeningsBreaking News
দুই কর্মী পজিটিভ, ৪৮ ঘণ্টা বন্ধ ধুবড়ি ডিসি অফিস
৮ আগস্ট ঃ আগামী ৪৮ ঘণ্টার জন্য ধুবড়ি জেলাশাসকের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জেলাশাসকের কার্যালয়ের সব অফিসার ও কর্মচারীদের ৯ আগস্টের মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, যেকোনও মূল্যে সবাইকে টেস্ট করতে হবে। শুক্রবারই ধুবড়ি জেলাশাসকের কার্যালয়ের দুই কর্মীর দেহে পজিটিভ ধরা পড়ে। এই দুই কর্মী জেলাশাসকের কার্যালয়ের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগে কর্মরত রয়েছেন। এরপরই জেলাশাসকের কার্যালয়ের এই বিভাগটিকে আগামী ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জেলাশাসকের পুরো কার্যালয়কে ৪৮ বন্ধ রাখার কথাই বলা হয়েছে। প্রসঙ্গত, ধুবড়ি জেলাশাসকের কার্যালয়ের একেবারে উপরের তলায় রয়েছে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের শাখা।