India & World UpdatesHappeningsBreaking News
দিল্লির নতুন মেয়র আপ নেত্রী শেলী ওবেরয়, প্রথম দিনই হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
নতুনদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : দীর্ঘ টানাপোড়নের পর বুধবারই দিল্লির নতুন মেয়র হয়েছেন আপ নেত্রী শেলী ওবেরয়। আর মেয়র হবার পরেই শেলী ওবেরয়ের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রসঙ্গত জানা গিয়েছে, গতকাল স্ট্যান্ডিং কমিটির নির্বাচন চলছিল যখন সে সময় মেয়র শেলী ওবেরয়কে আক্রমণের চেষ্টা চালান বিজেপি কাউন্সিলররা। বিষয়টি টুইট করে জানান দিল্লির নতুন মেয়র। তিনি টুইটে লেখেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের সময় আমার উপর আক্রমণের চেষ্টা করেন বিজেপি কাউন্সিলররা। বিজেপির গুন্ডামি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এক মহিলা মেয়রের গায়ে হাত তুলতেও পিছপা হচ্ছে না।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইট করে নিন্দা করেন। পাশাপাশি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এই ঘটনার পর টুইট করে জানান, “ভোটে পরাজয়ের পর এ বার স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে গুন্ডামি করছে বিজেপি। বিষয়টি ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
১৫০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হলেন তিনি। বিজেপির মোট প্রাপ্ত ভোটের পরিমান ১১৬। এর আগে তিনবার ভোট নেওয়ার সিদ্ধান্ত হলেও তা বাতিল হয়। শেলি ওবেরয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রাক্তন অধ্যাপক। দর্শন নিয়ে পড়াশোনা। ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে ওই বিষয়ে গবেষণা। ডিগ্রি রয়েছে বাণিজ্যতেও। হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য নিয়ে পড়াশোনা করেন। ইন্ডিয়ান কমার্স অ্যাসোসিয়েশনের আজবীন সদস্য। অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গেও জড়িত রয়েছেন শেলি। সেই সব কাজের দৌলতে পেয়েছেন একাধিক পুরষ্কার।