Barak UpdatesHappeningsBreaking News
দায়িত্ব নিলেন বরাক বঙ্গের কাছাড় জেলা সমিতির নতুন সভাপতি সঞ্জীব দেবলস্কর
ওয়েটুবরাক, ১৪ মার্চঃ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির নতুন সভাপতি সঞ্জীব দেবলস্কর সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন। বিদায়ী সভাপতি তৈমুর রাজা চৌধুরীর আহ্বানে সোমবার এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি নতুন সভাপতিকে দায়িত্ব প্রদান করেন। বলা যায়, অভিনব কায়দাতেই দায়িত্ব হস্তান্তর হয়। সভাপতির চেয়ারের পুরনো তোয়ালে বদলে নতুন তোয়ালে বিছিয়ে তৈমুরবাবু দেবলস্করকে সভাপতির চেয়ারে এনে বসান। উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক তুলে দিয়ে তিনি তাঁকে স্বাগত জানান৷ বুঝিয়ে দেন হিসাবনিকাশ, জমির দলিল, বঙ্গভবন সংক্রান্ত নানা নথি৷
কাছাড় জেলা সমিতির বিদায়ী সভাপতি তৈমুর রাজা চৌধুরী এবং নতুন সভাপতি সঞ্জীব দেবলস্করের এই দায়িত্ব হস্তান্তর পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুনর্মনোনীত জেলা সম্পাদক ড. জয়ন্ত দেবরায়, কোষাধ্যক্ষ সুদীপ চক্রবর্তী, কেন্দ্রীয় সমিতির প্রাক্তন সভাপতি সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, সহসভাপতি ইমাদউদ্দিন বুলবুল, সহ-সম্পাদক অনিল পাল, সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত, শিলচর আঞ্চলিক সভাপতি সব্যসাচী পুরকায়স্থ, বিশ্বনাথ ভট্টাচার্য, ড. বিশ্বতোষ চৌধুরী, ড. অমলেন্দু ভট্টাচার্য, প্রবীরকুমার দাস, ড. আবিদ রাজা মজুমদার, ড. পরিতোষ দত্ত, দীনেন্দ্র নারায়ণ বিশ্বাস, হৃষিকেশ চক্রবর্তী প্রমুখ৷
সংগঠনের তিনদিনের কেন্দ্রীয় অধিবেশন রবিবারই সম্পন্ন হয়েছে।