NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
দশ লক্ষ টাকার ত্রাণসামগ্রী পাঠাচ্ছেন ত্রিপুরার সিভিল সার্ভিস অফিসাররা
ওয়েটুবরাক, ২৯ জুনঃ শিলচরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন ত্রিপুরার সিভিল সার্ভিস অফিসাররা। প্রায় দশ লক্ষ টাকার ত্রাণসামগ্রী বোঝাই লরি বৃহস্পতিবার সকাল দশটায় আগরতলার উজ্জয়ন্ত রাজপ্রাসাদের সামনে থেকে যাত্রা করবে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা পতাকা নেড়ে লরির যাত্রারম্ভের সঙ্কেত দেবেন। ওই সব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিড়া, গুড়, দুধ ইত্যাদি। ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা সদর মহকুমাশাসক অসীম সাহা জানিয়েছেন, এটা তাদের প্রথম পর্যায়ের ত্রাণ সামগ্রী।