Barak UpdatesAnalyticsBreaking News
দল বিরোধী কার্যকলাপ,৬ বছরের জন্য সাসপেন্ড হাইলাকান্দির তিন কংগ্রেস নেতা

ওয়ে টু বরাক, ৩০ মার্চ : দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দির তিন কংগ্রেস নেতাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই তিন কংগ্রেস নেতা হলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক আব্দুল মুবিন লস্কর ও আলতাফ হোসেন বড়ভূঁইয়া এবং উপসভাপতি সাহাবুদ্দিন চৌধুরী।
শনিবার এক সাংবাদিক বৈঠক করে দলের এই তিন কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানান হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সমস্ত উদ্দিন বড়লস্কর। গত ২৫ জানুয়ারি এই তিনজন কংগ্রেস নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ জবাব দিতে না পারায় প্রদেশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই তিন কংগ্রেস নেতাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেস সভাপতি বলেছেন, কংগ্রেসের থেকে যারা বিজেপির হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকলে কাউকে রেহাই দেওয়া হবে না। তিনি বলেন, কংগ্রেসে থেকে এখনও অনেক লোক সিদ্দেক আহমেদ ও কমলাপুর দে পুরকায়স্থের ইশারায় কাজ করছেন। এসব কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে এই দলীয় সিদ্ধান্তের পর হাইলাকান্দি কংগ্রেসের অভ্যন্তরে আলোড়ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।