NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

দলবদল ঘিরে এনপিপি-তৃণমূল কাজিয়া

ওয়েটুবরাক, ২০ ফেব্রুয়ারি  : গারো পার্বত্য পরিষদের এক তৃণমূল সদস্য এনপিপি-তে ফিরে গিয়েছেন৷ এই ঘটনা ঘিরে দুই দলে বিতর্কের সূত্রপাত ঘটেছে৷  ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র রাজ্য সভাপতি সাংসদ ডব্লু আর খারলুখি বলেন, খোদ বিরোধী দলনেতা মুকুল সাংমার এলাকায় ঘাসফুল ছাড়ার প্রবণতা শুরু হয়েছে৷ তৃণমূলের ভবিষ্যৎ নেই দেখেই তাঁরা পুরনো দলে ফিরে আসছেন৷ তিনি তৃণমূলকে পেছনের দরজা দিয়ে নয়, একবার ভোটে লড়ে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ দেওয়ার আহ্বান জানান৷

তৃণমূল নেতা, বিধানসভায় দলের মুখ্য সচেতক জর্জ ভি লিংডো শুক্রবার এনপিপি-কে চোরাশিকারী বলে অভিহিত করেছিলেন৷ বলেন, এঁরা শুধু তৃণমূল ভেঙে নিতে চাইছে, এমন নয়, জোটের শরিক বিজেপি থেকেও বিধায়ক টানার চেষ্টা করছে৷ এরই জবাবে এনপিপি সভাপতি তৃণমূল নেতার উদ্দেশে প্রশ্ন করেন, তাঁদের বিধায়করা কোথা থেকে এসেছেন? তারা তো আরও বড় চোরাশিকারী৷

খারলুখি তৃণমূলের পাল্টা সমালোচনা করে বলেন, এরা জোটের দুই শরিকের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছে৷ তিনি তৃণমূলকে নিজের বিধায়কদের দিকে নজর রাখতে পরামর্শ দেন৷ তিনি মেঘালয়ে তৃণমূলকে ‘ডুবন্ত টাইটানিক’-এর সঙ্গে তুলনা করলেন৷ বললেন, “টাইটানিক গন্তব্যের দিকে অনেকটা এগিয়ে গিয়ে মাঝসমুদ্রে বিপাকে পড়েছিল৷ কিন্তু তৃণমূল যাত্রার শুরুতেই মুখ থুবড়ে পড়তে চলেছে৷” মন্তব্য খারলুখির৷ তিনি বলেন, পেছনের দরজা দিয়ে মেঘালয়ে ঘাঁটি গাড়তে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটি৷ একই পথে তাদের বিদায় নিতে হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker