NE UpdatesBarak UpdatesHappenings
দয়ানন্দের মন্তব্য খুবই বিপজ্জনক, বলল সিপিএম
ওয়েটুবরাক, ২২ এপ্রিল: আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান দয়ানন্দ বরগোঁহাইর মন্তব্যকে ‘অদ্ভুত আচরণ’ বলে উল্লেখ করেছে সিপিএমের রাজ্য কমিটি৷ আসাম সরকারের এমন উচ্চপদস্থ ব্যক্তির এই ধরনের কথাবার্তার উচ্চপর্যায়ের তদন্ত করে তাঁর বিরুদ্ধে কঠোর অনুশাসনমূলক ব্যবস্থার দাবি জানান তাঁরা৷ রাজ্য সম্পাদক দেবেন ভট্টাচার্য বলেন, আসাম একটি বহুভাষিক, বহুজাতিক, বহুজনগোষ্ঠীয় রাজ্য৷ এখানে কোনও ভাষাগোষ্ঠীকে পৃথক করার কথা খুবই বিপজ্জনক৷ তা বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর মধ্যে চলা ঐক্য-সংহতিকে বিপন্ন করে তুলবে, ভ্রাতৃঘাতী সংঘাতের বীজ রোপণ করবে৷ তাই দলের পক্ষে তাঁর আবেদন, কেউ কোনও ধরনের উগ্রজাতীয়তাবাদী, বিভাজনবাদী এবং প্ররোচনামূলক মন্তব্যকে প্রশ্রয় দেবেন না৷