Barak Updates
খুলে দেখলেন প্রাণের হাট
৮ এপ্রিলঃ প্রবীণ শিক্ষক পূর্ণেন্দু ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল কবি অমিতাভ দেবচৌধুরীর উপন্যাস ‘প্রাণের হাট’। শিলচর পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুলে রবিবার আয়োজিত হয় এই বই উন্মোচন অনুষ্ঠান। আসলে পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তনী অমিতাভবাবু তাঁর বিদ্যালয়ে কাটানো কৈশোর অবস্থা, সেই সময়কার পড়ুয়া-মাস্টারমশাইদের মধ্যে হয়ে যাওয়া কিছু মজার ঘটনার মিশেলে লিপিবদ্ধ করেছেন বইটি। প্রকাশ করেছে শিলচরের ‘বার্তালিপি প্রকাশনী’। সাময়িক প্রসঙ্গের ‘ছুটির দুপুর ক্রোড়পত্রে ধারাবাহিকভাবে বেরিয়েছে তাঁর এই উপন্যাস। এদিনের অনুষ্ঠানের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন প্রকাশনী সংস্থার পক্ষে অরিজিৎ আদিত্য। বইয়ের ওপর আলোচনা করেন কাছাড় কলেজের সহযোগী অধ্যাপক জয়দীপ বিশ্বাস। স্বদেশ বিশ্বাস, তমোজিৎ সাহা, স্কুলের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষা সহ শিক্ষক-শিক্ষিকারাও এ নিয়ে আলোকপাত করেন। সঞ্চালনা করেন সুব্রত রায়।
উপন্যাসটি অমিতাভ দেবচৌধুরীর বিদ্যালয় জীবন কেন্দ্রীক হলেও উন্মোচন পর্বে উপস্থিত প্রায় সকলেই নস্টালজিক হয়ে পড়েন। পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র-শিক্ষকরা তো বটেই, অন্যরাও নিজের কৈশোরে ফিরে তাকান।
English text here