Barak UpdatesHappeningsBreaking News

দত্তরায়ের বিরুদ্ধে পুলিশের মিথ্যা মামলা, সাংবাদিকরা জানালেন জেলাশাসককে, লিখলেন রাজ্যপালকে

ওয়েটুবরাক, ৩ ডিসেম্বরঃ প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে সাংবাদিকদের জড়িয়ে মিথ্যা মামলা করা হয়েছে৷ চিঠি লিখে রাজ্যপালকে এ কথা জানিয়েছেন শিলচরের সাংবাদিকরা৷ জেলাশাসকের হাতে শুক্রবার রাজ্যপালের উদ্দেশে একটি স্মারকপত্র তুলে দেন তাঁরা৷ সাংবাদিকদের যে এ ভাবে একটি মামলায় অহেতুক জড়ানোটা ঠিক হয়নি, তাঁরা জেলাশাসক কীর্তি জল্লিকেও বুঝিয়ে বলেন৷ যে সাংবাদিককে পুলিশ সে দিন স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিল, তিনি নিজে প্রেস ক্লাবকে চিঠি লিখে জানিয়েছেন, সদর থানার ওসির অনুরোধে তিনি স্বাস্থ্য পরীক্ষা করালেও দত্তরায় মোটেও তাঁকে শারীরিক নিগ্রহ করেনি৷ ডাক্তারি রিপোর্টেও এর উল্লেখ রয়েছে৷

Rananuj

এর পরই প্রেস ক্লাব সভা ডেকে রাজ্যপাল, মুখ্য সচিব, পুলিশ প্রধানকে স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত নেয়৷ তাঁরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও বিষয়টি জানিয়ে রাখবেন৷ এ সবের প্রথম কর্মসূচি অনুসারে শুক্রবার রাজ্যপালকে স্মারকলিপি পাঠানো হয়৷ তাতে তাঁরা পুলিশের নিজেদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যপালের কাছে আর্জি জানানো হয়৷

 

তাঁরা এ দিন আদালত চত্বরে জড়ো হয়েও প্রদীপবাবুর জামিনের পক্ষের আইনজীবীদের প্রকৃত সত্যটা বলেন৷ প্রয়োজনে এ কথা তাঁরা বিচারকের সামনে বলতে প্রস্তুত বলে আইনজীবীদের জানান৷ সাংবাদিকদের লেখা চিঠিটি আইনজীবীরা এ দিন জেলা ও দায়রা বিচারপতির সামনে পেশ করেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker