NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ত্রিপুরার ২৭ এনজিও জোট বেঁধে ত্রাণ নিয়ে এলো শিলচরে

ওয়েটুবরাক, ৯ জুলাই : প্রতিবেশী ত্রিপুরার মানুষ শিলচরের বন্যায় অত্যন্ত উৎকণ্ঠায়৷ সরকারি-বেসরকারি পর্যায়ে নিয়মিত তাঁরা এই অঞ্চলের বন্যার্তদের খোঁজখবর নিচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন৷ শনিবারও এই অঞ্চলের বন্যার্তদের জন্য ত্রাণ সমগ্রী নিয়ে এল সে ত্রিপুরার ২৭ টি সংগঠন৷ তারা জোট বেঁধে গাড়ি বোঝাই করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এনে সক্ষমের স্থানীয় শাখার সহযোগিতায় বিতরণ করেন৷

তাঁরা বলেন, চিকিৎসার প্রয়োজনে, উচ্চশিক্ষার প্রয়োজনে, যাতায়াতের প্রয়োজনে ত্রিপুরাবাসী শিলচর সহ কাছাড় জেলার ওপর নির্ভরশীল৷  তাই বন্যার জলে গোটা শহর যখন নিমজ্জমান তারা সে সময় চুপ করে বসে থাকতে পারেন না ৷

সংস্থাগুলি হল সেবা ও সহায়তা পরিষদ, দৃষ্টিপথ সামাজিক সংস্থা, নিবেদন সামাজিক সংস্থা, সামাজিক শিক্ষাঙ্গন, গডস প্ল্যান, সঞ্জীবনী সামাজিক সংস্থা, অলক ফাউন্ডেশন, স্বপ্নছোঁয়া, উৎসর্গ, আমার ত্রিপুরা, হিউম্যানিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সক্ষম ত্রিপুরা শাখা, অল ত্রিপুরা ব্লাড ডোনারস গ্রুপ, কে নাইন, ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অব হোপ, নতুন আলোর পথে, আস্থা সামাজিক সংস্থা, ইয়ুথ এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন, এবিও ব্লাড গ্রুপ, সুস্বাস্থ্য ইলেকট্রো হোমিওপ্যাথি সামাজিক সংস্থা, সামাজিক দায়বদ্ধতা পরিবার, তিতলি সামাজিক সংস্থা, গ্রেট এইমস সোশ্যাল অরগানাইজেশন, পৌসাম, ঐশা বাণী সোসাইটি, হেলপিং হ্যান্ডস এবং সৌহার্দ্য৷

তাঁরা এই অভিযান সার্থক করে তোলার জন্য সিআরপিএফকে ধন্যবাদ জানান৷ বলেন, তাঁরাই ত্রাণ সামগ্রী আনার জন্য গাড়ি দিয়েছে৷ আরও বিভিন্ন ভাবে সহায়তা করেছে৷

সক্ষমের উত্তর-পূর্ব কর্মকর্তা মিঠুন রায় সকল সংস্থার কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker