NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings

ত্রিপুরায় ঢোকার মুখে বাজেয়াপ্ত লরি সহ ১৭টি গরু-মোষ, ধৃত ২

ওয়েটুবরাক, ১৩ জুন :বিহার থেকে লরি বোঝাই অবৈধ গরু-মহিষ ত্রিপুরায় প্রবেশের প্রাকমুহুর্তে অসম পুলিশের হাতে ধরা পড়ল। আজ রবিবার দুপুর ১টা নাগাদ বহিঃরাজ্যের একটি লরি অসম চুরাইবাড়ি গেটে আসতেই ইনচার্জ মিন্টু শীল রুটিন তল্লাশি চালান৷ চালান ও পশুর কোনও মিল না থাকায় গাড়িটি আটক করেন।

তদন্তে বেরিয়ে আসে, গাড়ির মালিক-চালক সুভাষ চান্দার (৫০) বিহার থেকে ছয়টি গাভী, পাঁচটি বাছুর, চারটি মোষ ও দুটি মোষের বাচ্চা মিলে মোট সতেরোটি গবাদিপশু নিয়ে ত্রিপুরার বিশালগড়ের উদ্দেশে যাচ্ছেন। পশুগুলির মালিক নাগা রায় (৪৭)-ও সঙ্গে রয়েছেন। তার বাড়ি বিহারের নারগাড্ডার খাগরিতে।

চালক ও পশুর মালিক দুইজনকেই গ্রেফতার করা হয় এবং গাড়ি সহ পশুগুলি বাজেয়াপ্ত করা হয়ে। সোমবার তাদের করিমগঞ্জ আদালতে তোলা হবে বলে মিন্টুবাবু জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker