India & World UpdatesHappeningsBreaking News
তুষারপাতে বিপর্যস্ত লাদাখ, জারি লাল সতর্কতা
শ্রীনগর, ৯ জুলাই : তুষারপাত এবং প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত লাদাখ। সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন তুষারপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, লেহ এবং কারগিল জেলায় অসময়ের তুষারপাত চলছে। গত দু’দিন ধরে প্রবল বৃষ্টি চলার পর শনিবার রাত থেকে শুরু হয় তুষারপাত। এই পরিস্থিতিতে পুরু বরফের চাদরের তলায় ঢাকা পড়েছে কারগিলের লাংডুম গ্রাম। পেনসি লা, জাসকর উপত্যকা এবং কারগিলকে ঘিরে থাকা পাহাড়েও পুরু বরফের আস্তরণ। কারগিল রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ধস নেমেছে লামায়ুরুতে। লেহ-কারগিল হাইওয়েতেও যানচলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। লেহ, কারগিলের একাধিক পাস বন্ধ করে দিতে হয়েছে।