Barak UpdatesHappeningsBreaking News
তুলসি চারা বিতরণ করে হাইলাকান্দি রোটারির পরিবেশ দিবস পালন
৫ জুন : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের উপসর্গ যখন সর্বত্র বিদ্যমান, ঠিক এই সময়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে সীমিত পরিসরে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়। এর অঙ্গ হিসেবে এ দিন ক্লাবের পক্ষ থেকে তুলসী গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক আলোচনা সভায়ও আয়োজন করা হয়। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক তথা এসটেকের প্রাক্তন ডিরেক্টর ড. অরূপ মিশ্র।
এছাড়াও ৬ জুন সর্বভারতীয় স্তরে একটি লিখিত কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হবে। ক্লাব সভাপতি শংকর চৌধুরী জানান, করোনা অতিমারির জন্য বড় আঙ্গিকে এবার বিশ্ব পরিবেশ দিবস আয়োজন করা হয়নি। কিন্তু শহরের কিছু উদ্যমী যুবক বিশেষ করে কনোজ ভট্টাচার্য, তাপস শংকর চক্রবর্ত্তী, রত্নরাজ পণ্ডিত, পৃত্থীরাজ দত্তগুপ্ত, রাহুল রায় ও বিক্রম রায় এগিয়ে এলে কিছু তুলসি গাছের চারা তৈরি করা সম্ভব হয়েছে। তুলসির মতো ঔষধি গাছ সবার বাড়িতে থাকলে বিভিন্নভাবে উপকৃত হওয়া যাবে।
এদিন পথচারী সহ জরুরিকালীন পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিদের হাতে তুলসি চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে এ দিন জনগণকে নিয়মিত মাস্ক পরিধান করারও অনুরোধ জানানো হয়েছে।