Barak UpdatesHappeningsBreaking News
তিনশো শয্যার হাসপাতালের কাজ দ্রুত শুরু করতে মিশন ডিরেক্টরকে স্মারকপত্র
ওয়েটুবরাক, ২০ এপ্রিল : গত নভেম্বর মাসে শিলচরে অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেট বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে তিনশ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ অবিলম্বে শুরু করতে হবে। সিভিল হাসপাতাল পরিদর্শনে আসা এনএইচএম-এর মিশন ডিরেক্টর ড: লক্ষী প্রিয়ার কাছে স্মারকপত্র প্ৰদান করে এই দাবি জানায় ‘ শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি’৷ এন এইচ এম-র ডিরেক্টর প্রতিনিধিদের জানান, এ ব্যাপারে তিনি ওয়াকিবহাল নন৷ তবে বিষয়টি তিনি স্বাস্থ্য বিভাগের সঞ্চালকের কাছে তুলে ধরবেন। মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, কার্যকরী সদস্য পিংকি দাস ও গনেশ কুর্মী তিন সদস্যের প্রতিনিধি দলটি তাঁকে বলেন, শতাব্দীপ্রাচীন এই হাসপাতাল এখনও সরকারি ভাবে মাত্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট। ফলে শহর ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এর আধুনিকীকরণ অত্যন্ত জরুরি।