Barak UpdatesBreaking News
ড্রাগস কারবারীকে গণধোলাই, উদ্ধার নেশার সামগ্রীওDrugs peddler caught, intoxicants recovered
২৭ অক্টোবর : পুলিশের ওপর নির্ভর করেও যখন কোনও কাজ হল না, তখন জনতাই মাঠে নেমে পাকড়াও করলেন এক ড্রাগস ব্যবসায়ীকে। কিছু উত্তম মধ্যম দিয়ে কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী আবুল হোসেনকে তুলে দিলেন পুলিশের হাতে। সেইসঙ্গে বেশকিছু নেশাসামগ্রীও উদ্ধার হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এই আবুল হোসেন কিছুদিন ধরে বারইগ্রাম এলাকায় নেশার কারবার চালিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে বৈদ্যনাথপুর গ্রামের মানুষ পুলিশকে জানালেও কোনও ফল হয়নি। ফলে বাধ্য হয়ে মানুষই অভিযানে নামেন। গ্রামের মানুষ একসঙ্গে মিলে ড্রাগস কারবারীর দোকানে হানা দেন। তখনই দোকান থেকে প্রায় ২০টির মতো প্যাকেট উদ্ধার হয়। পরে জনগণ পুলিশ ডেকে তাকে সমঝে দেন। শেষ পাওয়া খবরে জানা গেছে, জখম আবুল হোসেনকে পুলিশ করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশে একটি মামলাও দায়ের করা হয়েছে।
English
নেশা সামগ্রী সরবরাহকারীর নাম আবুল হাসান, আর বাইক চোরের নাম নাই কেন ? চোরের বাড়ি অভিজাত এলাকায় থাকার সৌজন্যে না কি সম্ভ্রান্ত পরিবারের 😋 😋
Thanks for your response. We had given the story of bike theft instantly when the incident occured. At that point of time we did not know the details of the thief. Later on, after talking with police, we updated the details at around 10.30 PM. Anyhow, thanks for reading way2barak. Stay tuned with us in the future also.
Regards
Team way2barak