India & World UpdatesHappeningsBreaking News
ডেল্টা স্ট্রেনে প্রথম মৃত্যুর ঘটনা দেশে
২৪ জুন : করোনার মিউটেন্ট স্ট্রেন ডেল্টা প্লাসে দেশে প্রথম মৃত্যুর ঘটনা সামনে এল। ডেল্টা স্ট্রেনে এ বার এক রোগী মারা গেলেন মধ্যপ্রদেশে। এই রাজ্যে পাঁচজন কোভিড রোগী ডেল্টা প্লাস স্ট্রেনে সংক্রমিত হয়েছেন বলে চিহ্নিত করা গিয়েছে। এদের মধ্যে উজ্জয়িনীর বাসিন্দা একজন বৃহস্পতিবার মারা গিয়েছেন। রোগীর জিনোমক্রম পরীক্ষা করেই এই তথ্য সামনে এসেছে বলে নোডাল অফিসার ড. রৌনক জানিয়েছেন।
মধ্যপ্রদেশ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেল্টা প্লাস পাওয়া গিয়েছে এমন পাঁচজন মানুষের সংস্পর্শে আসা অন্তত ২৫ জনের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু তাদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। এতে আশা জাগলেও এ নিয়ে গবেষণা ও পরীক্ষা চালু রাখা হয়েছে। করোনা সংক্রমিতদের শরীরে পাওয়া ভাইরাস পরীক্ষা করে দেখা হচ্ছে যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক।
ডঃ রৌনক জানিয়েছেন, যে পাঁচজনের দেহে ডেল্টা প্লাস স্ট্রেন পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে চারজন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। এদের প্রত্যেকের দু’টি ডোজ ভ্যাকসিন নেওয়া ছিল। যে মহিলা বৃহস্পতিবার মারা গিয়েছেন করোনার ডেল্টাপ্লাস স্ট্রেনে তাঁর ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি। কিন্তু তাঁর স্বামী যিনিও এই ডেল্টা প্লাসে স্ত্রীর আগেই সংক্রমিত হয়েছিলেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। মৃতার স্বামীরও ভ্যাকসিনেশন সম্পূর্ণ ছিল।